মুনতাসীর মামুন ইতিহাসচর্চা ও সৃজনশীল সাহিত্যের জন্য যেসকল পুরস্কার অর্জন করেন তার মধ্যে রয়েছে

১. প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৩)
২. একুশে পদক (২০১০)
৩. বাংলা একাডেমি পুরস্কার
৪. বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুরস্কার
৫. ইতিহাস পরিষদ পুরস্কার
৬. অলক্ত সাহিত্য পুরস্কার
৭. অগ্রণী ব্যাংক পুরস্কার
৮. মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার
৯. সিটি-আনন্দ আলো পুরস্কার
১০. নূরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার
১১. হাকিম হাবিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক
১২. লেখক শিবির পুরস্কার
১৩. ড. হিলালী স্বর্ণপদক

এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়েন্স শহর তাঁকে ‘অনারেবল ইন্টারন্যাশনাল অনারারী সিটিজেনশিপ’ প্রদান করে।