মুনতাসীর মামুন

পরিচিতি

জন্ম ১৯৫১ সালের ২৪ মে ঢাকার ইসলামপুরে নানার বাড়িতে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে। তাঁর বাবার নাম মিসবাহউদ্দিন এবং মায়ের নাম জাহানারা খান। পিতামাতার তিন পুত্রের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তিনি ১৯৭৫ সালে বিয়ে করেন। তার স্ত্রী ফাতেমা মামুন একজন ব্যাংকার। মুনতাসীর মামুনের দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবীল মুনতাসীর এবং কন্যা রয়া মুনতাসীর।

মুনতাসীর মামুনের বই

মতামত

“ নেতা বললেই আপনি মানবেন কেন? আপনাকে প্রশ্ন করতে হবে। এই সাহস যখন আমার ছাত্রদের, তরুণদের হবে, তখনই আমি মনে করি রাজনীতি সঠিক পথে এগোবে। ”

ড. মুনতাসীর মামুন